সিরাজগঞ্জে ‘স্বামীর দেওয়া আগুনে’ দগ্ধ গৃহবধূর মৃত্যু

সিরাজগঞ্জে একদিন আগে দগ্ধ এক গৃহবধূ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন; যার শরীরে স্বামী আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2018, 07:30 AM
Updated : 7 March 2018, 08:31 AM

এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, বুধবার ভোরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ২৪ বছর বয়সী সোনিয়া খাতুনের মৃত্যু হয়।

সোনিয়া বেলকুচি উপজেলার গোপালপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী এবং শাহজাদপুর উপজেলার রুপনাই গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

‘পারিবারিক কলহের জেরে’ মঙ্গলবার দুপুরে জাহাঙ্গীর এনায়েতপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার পাশের গলিতে সোনিয়াকে ডেকে নিয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় বলে সোনিয়ার খালা মোমেনা খাতুন জানান।

স্থানীয়রা সোনিয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আগুনে সোনিয়ার মুখ থেকে কোমর পর্যন্ত পুড়ে যায়। ঘটনার সময় সোনিয়া তিন মাসের অন্তঃস্বত্তা ছিলেন বলে মোমেনা জানান।

ওসি রাশেদুল বলেন, ইউনুছ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোনিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎক তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর রাতেই তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রাশেদুল বলেন, এ ঘটনায় সোনিয়ার মা নূরুন্নাহার খাতুন বাদী হয়ে জাহাঙ্গীর হোসেনকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে জাহাঙ্গীর পলাতক রয়েছেন।