জাফর ইকবালের ওপর হামলা: শাবির নিরাপত্তাকর্মী আটক

জাফর ইকবালের ওপর হামলায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তা প্রহরীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শাহজালাল বিশ্ববিদালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2018, 02:16 PM
Updated : 6 March 2018, 02:50 PM

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবন থেকে খালেকুজ্জামান নামের ওই প্রেহরীকে আটক করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমেদ জানান।  

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন শাখা তাকে আটক করেছে তা বলতে রাজি হননি প্রক্টর।

এ নিয়ে এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী ফয়জুল হাসান ছাড়াও পাঁচজনকে আটক করা হলো, যাদের মধে্যে ফয়জুলের বাবা-মাও আছেন।

প্রক্টর জহির উদ্দিন সাংবাদিকদের বলেন, “তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

আটক খালেকুজ্জামান ‘কমান্ডো ফোর্স অ্যান্ড মেইনটেন্যান্স লিমিটেড’-এর অধীনে ক্যাম্পাসে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন।

‘কমান্ডো ফোর্স অ্যান্ড মেইনটেন্যান্স লিমিটেড’-এর সুপারভাইজার গোলাম মোস্তফা বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার কাছ থেকে তালিকা নিয়েছে। আমাদের কোম্পানির অধীনে ক্যাম্পাসে নিরাপত্তা কর্মী হিসেবে তিনি কাজ করেন।”

তিনি বলেন, খালেকুজ্জামানের বাড়ি জাফর ইকবালের ওপর সন্দেহভাজন হামলাকারী ফয়জুল হাসান ওরফে শফিকুরের এলাকা সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নে।

এর আগে ফয়জুরের বাবা আতিকুর রহমান, মা মিনারা বেগম, চাচা আব্দুল কাহের এবং মামা সুনামগঞ্জ জেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমানকে আটক করা হয়েছে।