নরসিংদীতে ট্রাক চাপায় স্কুল শিক্ষিকা নিহত

নরসিংদীর সদর উপজেলায় ট্রাক চাপায় এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2018, 06:46 AM
Updated : 6 March 2018, 06:46 AM

মঙ্গলবার সকালে উপজেলার বাদুয়ারচর এলাকার রায়পুরা-নরসিংদী সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নরসিংদী সদর থানার ওসি সৈয়দুজ্জামান জানান।

নিহত ফাতেমাতুজ যোহরা মুক্তা (২৮) পঞ্চবটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও বাদুয়ারচর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে ‍ছিলেন।

আহতদের ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি সৈয়দুজ্জামান বলেন, মুক্তা একটি অটোরিকশা করে রায়পুরা উপজেলা সদরে প্রাথমিক ট্রেনিং ইন্সটিটিউটে যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই মুক্তার মৃত্যু হয়। অটোর আরও দুই যাত্রী আহত হন। 

পরে আরশীনগর সিএনজি স্টেশনের সামনে থেকে স্থানীয়রা ট্রাকটিকে আটক করে।

সৈয়দুজ্জামান বলেন, এ সময় উত্তেজিত জনতা ওই এলাকা দিয়ে গাড়ি চলাচলে বাধা দিতে চাইলে শ্রমিক ইউনিয়নের লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নতুন কোনো সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।