মৌখিক পরীক্ষায় সন্দেহ থেকে অনুসন্ধান, টাকাসহ আটক ৮

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৫ লাখ টাকাসহ আটজনকে আটক করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2018, 03:37 PM
Updated : 5 March 2018, 04:07 PM

পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম সোমবার সাংবাদিকদের বলেন, ফুলচান সিংহ ও আমিন আলী নামে দুই চাকরি প্রার্থী লিখিত পরীক্ষায় অধিক নম্বর পেলেও মৌখিক পরীক্ষায় আশানুরূপ উত্তর দিতে পারেননি।

“এতে তাদের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করে জালিয়াত চক্রের সন্ধান পায় পুলিশ। ওই চক্রটি টাকার বিনিময়ে চাকরি প্রার্থীর পরিবর্তে মেধাবী কাউকে দিয়ে লিখিত পরীক্ষায় বসানোর ব্যবস্থা করে।”

চাকরি প্রার্থী ফুলচান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা গ্রামের পবন সিংহের ছেলে। আর আমিন একই উপজেলার ভুটিটোলা গ্রামের গাজরুল ইসলামের ছেলে।

পুলিশ সুপার বলেন, আটককৃতদের মধ্যে দুইজন হলেন জালিয়াত চক্রের হোতা রংপুরের পীরগঞ্জ উপজেলার সাহাপুরের সেতু মণ্ডল ও তার সহযোগী শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা গ্রামের মোকারম হোসেন।

অন্য চারজন হলেন - চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা গ্রামের বক্কর সিদ্দিকের ছেলে মনিরুল ইসলাম ও আব্দুস সালাম, পুকুরিয়া গ্রামের তছির উদ্দীনের ছেলে আনোয়ার হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মসজিদপাড়ার মোফাজ্জল হোসেনের স্ত্রী তাজেরুল বেগম।

শনিবার থেকে সোমবার ভোর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পুলিশ সুপার জানান।