মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা দেবে সরকার 

মুক্তিযোদ্ধারা বিনামূল্যে চিকিৎসা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2018, 04:17 PM
Updated : 4 March 2018, 04:31 PM

রোববার লালমনিরহাটে এক অনুষ্ঠানে তিনি বলেন, “এই বছর থেকে সরকার প্রত্যেক মুক্তিযোদ্ধাকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে। মহান স্বাধীনতা ও বিজয় দিবসে বিশেষ ভাতা প্রদান করবে। বৈশাখী ভাতা দেবে।” 

মুক্তিযুদ্ধের ইতিহাস শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেওয়া রাজাকারদের বিষয়েও তুলে ধরতে হবে।

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রসঙ্গে মন্ত্রী বলেন, “যদি কেউ ভুয়া মুক্তিযোদ্ধা সম্পর্কে অভিযোগ করে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। আবার যদি প্রকৃত কোনো মুক্তিযোদ্ধা বাদ পড়ে, আবেদন করলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।”

বুড়িমারী আমানত উল্লাহ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত মহান মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টরের পাটগ্রাম উপজেলার মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নূর কুতুবুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন, সাংসদ সফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।