হামলার প্রতিবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে  

অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2018, 01:39 PM
Updated : 4 March 2018, 01:39 PM

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ছাত্রসংগঠন, সাংবাদিক সংগঠন ও বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু বলেন, “বাংলাদেশ যখনই উন্নয়নের দিকে এগিয়ে যায় ঠিক তখনই মুক্তবুদ্ধির ওপর হামলা চালানো হয়। আমরা বহুবার শিল্পী-সাহিত্যিক হত্যার প্রচেষ্টা দেখেছি। মুক্তবুদ্ধি চর্চাকে আক্রমণ মানে মুক্ত চেতনা বিকাশের ওপর আক্রমণ।

জাফর ইকবালের ওপর হামলা মানে মুক্তবুদ্ধির ওপর আক্রমণ বলে তিনি মন্তব্য করেন।

ওই সমাবেশে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও নাট্যকার মলয় কুমার ভৌমিক বলেন, এসব হামলাকারীদের বিরুদ্ধে প্রতিবাদের জন্য বিজ্ঞানসম্মত জাগরিত সমাজকে রুখে দাঁড়াতে হবে।

সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অন্তর আলীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন দর্শন বিভাগের অধ্যাপক এসএম আবু বক্কর, জোটের সাবেক সভাপতি আব্দুল মজিদ অন্তর, সভাপতিমণ্ডলীর সদস্য আনসারুল আলম প্রমুখ।

এর আগে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করে ফোকলোর বিভাগ।

এ সময় একই স্থানে প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে ‘গণহত্যা ও আগ্রাসন বিরোধী শিক্ষার্থীবৃন্দর ব্যানারে সিরিয়ায় গণহত্যার প্রতিবাদ জানানো হয়।

এ সময় ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক মো.আমিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভাগের সভাপতি মো.আখতার হোসেন, নাট্যকলা বিভাগের অধ্যাপক আলমগীর হোসেন, ছাত্র ফেডারেশনের সভাপতি তাসবিরুল ইসলাম কিঞ্জলসহ অনেকে।

এছাড়া মানবন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ, ইংরেজি বিভাগ, রাবি শাখা ছাত্রলীগ ও পরিবেশ বিষয়ক সংগঠন লিনার্ক।

এ হামলায় নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাবি রিপোর্টার্স ইউনিটি, রাবিসাস, প্রেসক্লাব, রাকসু আন্দোলন মঞ্চ ও প্রগতিশীল ছাত্রজোট।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠান চলাকালে শনিবার হামলার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল।

হামলার পরপরই ফয়জুল নামে এক তরুণকে ধরে ফেলে শিক্ষক ও শিক্ষার্থীরা। এ ঘটনায় ফয়জুলের মামা ও চাচাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।