নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ভোলায় ১৮ জেলের দণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ ধরায় ভোলায় ১৮ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2018, 09:59 AM
Updated : 4 March 2018, 10:01 AM

রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৃধা মো. মোজাহিদুল ইসলাম প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।

মোজাহিদুল ইসলাম বলেন, ইলিশের অভয়াশ্রম রক্ষায় সকালে মেঘনায় অভিযান চালিয়ে ইলিশা পয়েন্ট থেকে ১০ হাজার মিটার জাল ও ৪০ কেজি মাছসহ ১৮ জেলেকে আটক করা হয়।

“পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।”

জব্দ জাল পুড়িয়ে ফেলা হয়েছে। আর মাছ বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

ইলিশ রক্ষায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এই ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সবধরনের মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ করা হয়েছে।