নরসিংদীতে পিটুনিতে ‘সন্ত্রাসী’ নিহত

নরসিংদীর রায়পুরা উপজেলায় এলাকাবাসীর পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন, যাকে তালিকাভুক্ত সন্ত্রাসী বলছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2018, 12:00 PM
Updated : 2 March 2018, 12:00 PM

আমিরগঞ্জ ইউনিয়নের আগানগর খেয়াঘাট এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত কামাল হোসেন ওরফে পিচ্চি কামাল (২৯) আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ কান্দাপাড়ার জামাল উদ্দিনের ছেলে।

রায়পুরা থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, পিচ্চি কামাল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে রায়পুরাসহ আশপাশের থানাগুলোতে ডাকাতি, অস্ত্র, চাঁদবাজি এবং পুলিশের উপর হামলার একাধিক মামলা রয়েছে।

“সে দীর্ঘদিন যাবৎ এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল। তার অত্যাচারে এলাকাবাসী অতীষ্ঠ। গ্রেপ্তার এড়াতে সে পালিয়ে বেড়াচ্ছিল।”

ওসি বলেন, বৃহস্পতিবার রাতে কামাল নদীপথে এলাকায় ঢোকার জন্য আগানগর খেয়াঘাট এলাকায় এলে এলাকবাসী টের পেয়ে ধাওয়া করে ধরে পিটুনি দেয়।

“এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে মেঘনা নদীর পাড়ে লাশ ফেলে রাখে।”

পরে খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।