মৌলভীবাজারে ঠিকাদারের ৮ লাখ টাকা ছিনতাই

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ঠিকাদারের আট লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2018, 01:07 PM
Updated : 1 March 2018, 01:07 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুহরোডে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আলী ট্রেডার্সের সুপারভাইজার সাইদুল ইসলামের কাছ থেকে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে বলে শ্রীমঙ্গল থানা ওসি কে এম নজরুল ইসলাম জানান।

সাইদুল ইসলাম বলেন, সোনালী ব্যাংক, শ্রীমঙ্গল শাখা থেকে টাকা উত্তোলন করে অটোরিকশায় করে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ এলাকায় যাচ্ছিলেন।পরিষদ ও কোর্ট রোডের সংযোগস্থলে দুইটি মোটরসাইকেলে করে পাঁচজন লোক দেশীয় অস্ত্রের মুখে অটোরিকশার গতিরোধ করে।

“ছিনতাইকারীরা দা দিয়ে কোপ দিয়ে সঙ্গে থাকা আট লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। তাদের দায়ের কোপ পকেটের মোবাইলে লাগলে মোবাইল ফোনটির পেছনের অংশ কেটে যায়।”

এ ব্যাপারে মৌলভীবাজারের এএসপি (শ্রীমঙ্গল সার্কেল) মো.আশরাফুজ্জামান জানান, পুলিশ বিভিন্ন ডিজিটাল তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিশ্লেষণ করে দেখছে। অপরাধীদের খুঁজে বের করতে তৎপরতা শুরু করেছে।