ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এ ঘটনা ঘটে।
বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়কলেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বলেন, মঙ্গলবার রঘুনাথপুরের২ নম্বর ঘিবা এলাকায় ৭৯/১৬ নম্বর সীমানা পিলারের কাছ থেকে এইগাঁজা উদ্ধার করা হয়।
গাঁজার চালান আসার গোপন খবর পেয়ে অভিযান চালানো হয় জানিয়ে তিনি বলেন, “বিজিবিরউপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়।বস্তা দুটি ক্যাম্পে নিয়ে খুলে তার মধ্যে৯২ কেজি গাঁজা পাওয়া গেছে।”
এ ব্যাপারে বেনাপোল বন্দর থানায় একটিমামলা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা আরিফুল হক।