টেকনাফে সশস্ত্র বিজিপি সদস্য, আটকের পর ফেরত

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির চার সদস্যকে অস্ত্রসহ আটকের পর পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2018, 06:42 PM
Updated : 26 Feb 2018, 06:43 PM

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন সিদ্দিকী বলেন, সোমবার উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং সীমান্তে নাফ নদীর বাংলাদেশ সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

“সন্ধ্যায় বাংলাদেশের উনচিপ্রাংয়ে বিজিবি ও বিজিপির পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।”

ইউএনও বিজিবির বরাতে বলেন, মিয়ানমারের তা চোং ক্যাম্পের বিজিপি কমান্ডার লেফটেন্যান্ট সো ওয়ে-সহ সাদা পোশাকের অস্ত্রধারী চার সদস্য নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়েন।

“বিজিবির টহল দল তাদের আটক করে। তাদের বিজিবির উনচিপ্রাং ফাঁড়িতে নিয়ে আসা হয়। বিষয়টি সঙ্গে সঙ্গে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।”

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয় বলে জানান ইউএনও জাহিদ হোসেন সিদ্দিকী।