রংপুরে আগুনে পুড়ল ছাত্রাবাস

রংপুর শহরে ‘বৈদ্যুতিক শর্ট সার্কিটের’ আগুনে ২৮ রুমের একটি ছাত্রাবাস সম্পূর্ণ পেুড়ে গেছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2018, 05:21 PM
Updated : 22 Feb 2018, 05:21 PM

জেলা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় কলেজপাড়ার জহুরুল ইসলামের ‘পারভেজ ছাত্রাবাসে’ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় জানিয়ে তিনি বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিটে ছাত্রাবাসটির সব ঘরে একসঙ্গে আগুন লাগে। আগুনে সব ঘরের সব জিনিসপত্র পুড়ে গেছে।”

ছাত্রাবাসটিতে ২৮টি ঘর ছিল বলে এর মালিক জহুরুল ইসলাম জানান।

এখানে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা থাকতেন বলেও তিনি জানান।

কলেজটির বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবু সুফিয়ান এখানে থাকতেন জানিয়ে বলেন, “হঠাৎ মিটারে বিকট শব্দ হয়। সঙ্গে সঙ্গে সব ঘরে একসঙ্গে আগুন লাগে। সবাই দ্রুত বের হয়ে গেলেও কেউ তার কোনো জিনিসপত্র রক্ষা করতে পারেনি।”

ছাত্রাবাসটিতে অর্ধশতাধিক শিক্ষার্থী থাকতেন বলে তিনি জানান।