পরীক্ষার হলে মেসেঞ্জার, দুইজনকে দণ্ড

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পরীক্ষার ফেইসবুক মেসেঞ্জারের মাধ্যমে বাইরে থেকে সাহায্য নিয়ে উত্তর লেখায় দুইজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2018, 05:05 PM
Updated : 22 Feb 2018, 05:52 PM

এ ঘট্নায় জড়িত সন্দেহে এক মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীবুল আলম বলেন, এন এম সরকারি বালিকা বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে দুই এসএসসি পরীক্ষার্থী মোবাইল ফোনে ফেইসবুক মেসেঞ্জারের সাহায্য নিয়ে পরীক্ষা দিচ্ছিল।

“তাদের হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের দুই বছর করে কারাদণ্ড দেয়।”

তারা উপজেলার ধাপেরহাট দাখিল মাদরাসার শিক্ষার্থী।

আর তাদের সহযোগিতা করার অভিযোগে দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট দাখিল মাদরাসার রসায়ন বিভাগের শিক্ষক হুমায়ুন কবির (৪৮) ও ধাপেরহাট মাদরাসার সাবেক শিক্ষার্থী নাঈম হোসেনের (১৯) বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।