গোপালগঞ্জে সংঘর্ষে মাইক্রোবাস চুরমার, নিহত ৩

গোপালগঞ্জ সদর উপজেলায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2018, 01:45 PM
Updated : 22 Feb 2018, 01:45 PM

সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক হযরত আলী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে গোপীনাথপুর পরমাণু কৃষি গবেষণাকেন্দ্রের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজন হলেন - ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার হ্যালেঞ্চা গ্রামের পুলিশের এসআই কবির আহম্মেদের ছেলে তানভীর আহম্মেদ জুয়েল (২৪), একই জেলার বোয়ালমারী উপজেলা সদরের কামাল মোল্লার ছেলে ইমরান (২০)। অন্যজনের বয়স আনুমানিক ২৮ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।

পরিদর্শক হযরত বলেন, ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আরেকজনকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলেও তারও মৃত্যু হয়। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। মাইক্রোবাসটিতে এই তিনজনই ছিলেন।