গাজীপুরে অস্ত্র-মাদকসহ ডিস ব্যবসায়ী আটক

ডিস ব্যবসার আড়ালে চাঁদাবাজি ও সন্ত্রাসে জড়িত অভিযোগে গাজীপুরে এক যুবককে আটক করেছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2018, 05:48 PM
Updated : 21 Feb 2018, 05:48 PM

মঙ্গলবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক মো. ফরিদুল ইসলাম মিলন (৩০) স্থানীয় কলমেশ্বর এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে।

র‌্যাবের অধিনায়ক মো. সারওয়ার-বিন-কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১ সদস্যরা বোর্ডবাজার এলাকায়  অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে ফরিদুলকে আটক করে।

“পরে তার হেফাজত থেকে একটি প্রাইভেট কার, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও পাঁচ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।”

মিলনের বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় মারামারি, ছিনতাই, চাঁদাবাজি, গাড়ি পোড়ানোসহ ১০টি মামলা ও ১৭টি সাধারণ ডায়েরি রয়েছে বলে এই র‌্যাব কর্মকর্তা জানান।

“মিলন এলাকায় ডিস ব্যবসার অন্তরালে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও সে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতক দলের নাম নাম ব্যবহার করে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি করছিল।”