ফেনীতে বিপুল পরিমাণ ‘নকল’ ঘি ও কয়েল জব্দ

ফেনীতে অনুমোদন ছাড়া ঘি ও কয়েল প্রস্তুত ও বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2018, 03:30 PM
Updated : 20 Feb 2018, 03:30 PM

মঙ্গলবার শহরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার সোহেল রানা।

এ সময় বিপুল পরিমাণ নকল ঘি এবং নকল মশার কয়েল ধ্বংস করা হয়।

দণ্ডিতরা হলেন- মো. আনোয়ার হোসেনকে (৪০), আবুল বাশার (৩১) ও মো. রাসেল (২৭)।

ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফেনীর বড় বাজারে অনুমোদীনহীনভাবে নকল ঘি (ভিআইপি ও শাহী ব্র্যান্ড) বিক্রির অভিযোগে ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনকে আটক করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

“বিএসটিআই এর সিল নকল করায় তাদের ৪০৮ কেজি ঘি ধ্বংস করা হয়।”

এছাড়া শহরের পৌর হকার্স মার্কেটে নকল ঘি বিক্রির দায়ে বন্ধুয়া এন্টারপ্রাইজের আবুল বাশারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তার ১০ লিটার ঘি ধ্বংস করা হয় বলে সোহেল রানা জানান।

তিনি আরও জানান, ফেনী বিসিক শিল্প নগরীতে ‘চাড়িপুর ইউলাদ কর্পোরেশন’ নামে এক ভুয়া কারখানায় নকল কয়েল তৈরির অভিযোগে প্রতিষ্ঠানের ম্যানেজার মো. রাসেলকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করে আদালত।

“তাদের চারশ কার্টন কয়েল ও কয়েল বানানোর কাঁচামাল জব্দ ও ধ্বংস করা হয়। এসব মালামালের আনুমানিক মুল্য সাত লাখ টাকা।”

অভিযানের সময় উপস্থিত ছিলেন বিএসটিআই পরিদর্শক সাইফুর রহমান, ফিল্ড অফিসার আশিকুজ্জামান ও স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক।