রাবি শিক্ষককে ইন্টার্ন চিকিৎসকদের মারধরে মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এটিএম এনামুল জহিরকে মারধরের ঘটনায় আট শিক্ষানবিস চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2018, 02:41 PM
Updated : 20 Feb 2018, 02:41 PM

মঙ্গলবার বিকালে রাজশাহী মুখ্য মহানগর হাকিম কুদরত-ই-খুদার আদালতে অ্যাডভোকেট বজলে তৈহিদ আল হাসান বাবলা এ মামলা দায়ের করেন।

আসামিরা হলেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শিক্ষানবিস চিকিৎসক মেরী প্রিয়াঙ্কা, মির্জা কামাল হোসাইন, লুৎফর রহমান, রহমান আতিক, হিমেল শাহা (হিমু), চিন্ময় মৈত্র, হাবিবুর রহমান কাজল ও জাহিদ কামাল কনক।

মামলার বাদী বজলে তৌহিদ আল হাসান বলেন, বিকালে মামলা দায়ের করা হয়েছে। আদালত এখনও কোনো আদেশ দেয়নি।

মামলায় অভিযোগ করা হয়, অসুস্থ মেয়েকে গত বুধবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন ওই শিক্ষক। মেয়ের জন্য ওষুধ আনার সময় এক ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে ধাক্কা লাগে। এক পর্যায়ে দুজনের কথাকাটাকাটি হয়। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় দেওয়ার পরও ওই চিকিৎসক ফোন করে অন্যান্যদের ডেকে এনে তাকে মারধর করেন।

মামলার বিষয়ে নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ বলেন, “মামলা হয়েছে কি না আমি জানি না। এখনও মামলার কোনো কপি পাইনি।”