খালেদা ভোটের যোগ্যতা হারালে কিছু করার নেই: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আদালতের রায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনের যোগ্যতা হারালে সরকারের কিছু করার নেই।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2018, 11:10 AM
Updated : 20 Feb 2018, 11:10 AM

মঙ্গলবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শনে এসে সাংবাদিকের সঙ্গে আলাপে একথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

দুর্নীতি মামলায় বিএনপি নেত্রী দণ্ডিত হওয়ায় তিনি নির্বাচনের লড়ার যোগ্যতা হারাচ্ছেন এমন আলোচনা সমালোচনর মধ্যে একথা বললেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, “বিএনপি নেত্রী যদি আদালতের রায়ে নির্বাচনের যোগ্যতা হারায়, সেক্ষেত্রে সরকারের কিছু করার নেই।”

দণ্ডিত পলাতক আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে তারা ক্ষমতায় গেলে দেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে এবং দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিবে বলে মন্তব্য করেন সেতু মন্ত্রী।

এ সময় সিরাজদিখান উপজেলার চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদসহ দলীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত মহাসড়কটিতে অভিযান চালিয়ে ছয়টি যানের বিরুদ্ধে মামলা এবং সাড়ে ১৪ হাজার টাকা জরিমানা করেছে।