হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির ৩০ নেতাকর্মী গুলিবিদ্ধ

হবিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধার পর দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2018, 10:02 AM
Updated : 20 Feb 2018, 10:02 AM

মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের শায়েস্তানগরে দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করার পর পুলিশ বাধা দিলে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

গ্রেপ্তার আতঙ্কে আহত নেতাকর্মীরা শহরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

সংঘর্ষ চলাকালে ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করেছে বলে জানান হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষেোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে বাকবিতণ্ডা জড়িয়ে পড়লে পুলিশ লাঠিপেটা শুরু করে। পরে বিএনপি ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ওসি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।