চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

চাঁদপুরে এক পল্লী চিকিৎসক হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড ও আরও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2018, 11:40 AM
Updated : 19 Feb 2018, 11:40 AM

সোমবার বিকালে চাঁদপুর জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. মনির হোসেন (২৫) শাহরাস্তি উপজেলার পদুয়া গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন একই উপজেলার দেবকরা গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে মো. আব্দুল আজিজ (২৩) ও একই গ্রামের আবুল বাশারের ছেলে মো. আমির হোসেন (২৭)।

যাবজ্জীবনপ্রাপ্তদের একই সঙ্গে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলে পিপি মো. আমান উল্যাহ জানান।

রায় ঘোষণার সময় মনির ও আজিজ আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথির বরাত দিয়ে পিপি জানান, নির্মাণের জন্য রড ক্রয় করার টাকা নিয়ে ফেরার পথে ২০১১ সালের ৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহরাস্তি উপজেলার দেবকরা গ্রামে বসতবাড়ির কাছে আসামিরা মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পল্লী চিকিৎসক আবুল বাসার ওরফে বাসু ডাক্তারকে (৬০)। এ সময় তার সঙ্গে থাকা এক লাখ ৩০ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়।

“বাসু ডাক্তারের চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায়  ১১ জানুয়ারি রাতে তার মৃত্যু হয়।”

এই ঘটনায় নিহতের ছেলে মো. জহিরুল ইসলাম তিনজনকে আসামি করে মামলা করেন। একই বছরের ৮ মার্চ আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।