ঝিনাইদহে পানচাষি হত্যায় চারজন গ্রেপ্তার, রক্তমাখা ছুরি উদ্ধার

ঝিনাইদহে পানচাষি জালাল উদ্দিন হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2018, 10:07 AM
Updated : 19 Feb 2018, 10:07 AM

সোমবার ভোরের দিকে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার খোদাদাদ হোসেন জানান।

গ্রেপ্তাররা হলেন ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার আব্দুল হামিদের ছেলে মেহেদি হাছান মুকিম (২৯), জামাত আলীর ছেলে জীবন (২৩), আব্দুল মালেকের ছেলে অপু (২২) ও আয়ুব হোসেনের ছেলে কাজী ফারুক হোসেন (২৩)।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব কর্মকর্তা বলেন, র‌্যাব বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই মুকিম, জীবন ও অপুকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শহরের ব্যাপারীপাড়ার একটি পরিত্যক্ত বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, রোববার ভোরের দিকে শহরের কেসি কলেজের সামনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন সদর উপজেলার কাশিপুর গ্রামের পানচাষি জালাল উদ্দিন। এ ঘটনায় নিহতের স্ত্রী সূখীরন নেছা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

পুলিশ অভিযান চালিয়ে ব্যাপারীপাড়া থেকে কাজী ফারুক হোসেনকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।