নড়াইলে ইউপি চেয়ারম্যান খুন: আ. লীগের ১৫ জনের বিরুদ্ধে মামলা

নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে খুনের ঘটনায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2018, 08:24 AM
Updated : 18 Feb 2018, 08:24 AM

লোহাগড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, শনিবার রাত ১১টার দিকে নিহতের ভাই সাইফুর রহমান হিলু মামলাটি দায়ের করেন।

গত ১৫ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচন অফিসের সামনে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ লতিফুর রহমান পলাশকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন, নড়াইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরীফ মনিরুজ্জামান, গেল ইউপি নির্বাচনে দিঘলিয়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাছুদুজ্জামান, এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহম্মেদ মাসুম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান সরদার।

ওসি শফিকুল বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আটক চারজনকে ১৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

২০১৬ সালের ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন লতিফুর রহমান পলাশ ।