রাজশাহীতে ৩ জেএমবি ‘সদস্য’ গ্রেপ্তার

রাজশাহীর তানোর থেকে বোমা তৈরির সরঞ্জামসহ জেএমবির তিন ‘সদস্যকে’ গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2018, 06:16 AM
Updated : 18 Feb 2018, 06:22 AM

রোববার বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলম এ কথা জানান।

গ্রেপ্তাররা হলেন, তানোর উপজেলার বিলশহর গ্রামের জহুর মন্ডলের ছেলে সাহেবজান আলী (৩৫), জেকের আলীর ছেলে আবুল কালাম আজাদ (২৮) ও খলিল উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৮)।

র‌্যাব বলছে, তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গানপাউডার, দুটি উগ্রবাদী বই, ৪০ গ্রাম সোডা, ৪০ গ্রাম চুন, সাতটি উগ্রবাদী লিফলেট ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে।

অধিনায়ক মাহবুবুল বলেন, “গোপন সংবাদে শনিবার রাত সাড়ে ৩টার দিকে তানোরের বিলশহর গ্রামের সাহেবজান আলীর বাড়িতে অভিযানে যায় র‌্যাবের একটি দল। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে বোমা তৈরির সরঞ্জামসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তার হওয়া তিন যুবক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদী বাংলাদেশ (জেএমবির) সক্রিয় সদস্য দাবি করেছেন এ র‌্যাব কর্মকর্তা।