পটুয়াখালীতে বোমা ফাটিয়ে গয়নার দোকানে ডাকাতি

পটুয়াখালীর গলাচিপায় হাতবোমা ফাটিয়ে একটি গয়নার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2018, 03:16 PM
Updated : 17 Feb 2018, 04:23 PM

শনিবার রাতে উপজেলার ‘মা স্বর্ণ শিল্পালয়ে’ এ ডাকাতির ঘটনা ঘটে বলে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান।

এ সময় ডাকাতদের হামলায় ওই গয়নার দোকানের মালিক নির্মল কর্মকার ও পাশের দোকানের কর্মচারী শুভ দাস আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নির্মল কর্মকার বলেন, “রাত সাড়ে ৮টার দিকে ১০/১২ জন ডাকাত হাতবোমা ফাটিয়ে মা স্বর্ণ শিল্পালয়ে হামলা করে। এতে বাধা দিলে আমাকে কুপিয়ে আহত করে। বোমায় পাশের দোকানের কর্মচারী শুভদাস আহত হন।”

হাতবোমার শব্দে এলাকাবাসী এগিয়ে এসে তিন ডাকাতকে আটক করে পুলিশে দিলেও সোনা-গয়না নিয়ে অন্যরা পালিয়ে যায় বলে জানান নির্মল।

পুলিশ কর্মকর্তা বলেন, ডাকাতির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার পরপরই ডাকাতদের ধরতে পার্শ্ববর্তী রাঙ্গাবালী ও দশমিনা থানা পুলিশকে মেসেজ দেওয়া হয়েছে। গলাচিপা উপজেলার বিভিন্ন স্থানে পুলিশি অভিযান চলছে।