বাগেরহাটে মেরিন টেকনোলজি বন্ধ ঘোষণা

বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে অধ্যক্ষকে অপসারণের দাবিতে আন্দোলনের মুখে বাগেরহাটের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি অর্নিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো।

বাগেরহাট প্রতিনিধি.বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2018, 11:48 AM
Updated : 15 Feb 2018, 11:48 AM

ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজা স্বাক্ষরিত এক আদেশে একই সঙ্গে বৃহষ্পতিবার বেলা ২টার মধ্যে সব শিক্ষার্থীকে হোস্টেল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়।

সদর থানার ওসি মাহাতাব উদ্দিন বলেন, শিক্ষার্থীরা অধ্যক্ষ সিরাজুল ইসলামের অপসারণ দাবিতে ১২ ফেব্রুয়ারি থেকে এই আন্দোলন করছেন।

“ব্যুরোর চিঠি পেয়ে শিক্ষার্থীদের হোস্টেল ছাড়তে অনুরোধ করার পাশাপাশি সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীরা চলে যাচ্ছে।”

অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে রফিকুল ইসলাম সবুজসহ একাধিক শিক্ষার্থী বলেন, অধ্যক্ষ বিভিন্ন বিভাগে কাগজে-কলমে লোক নিয়োগ দেখালেও বস্তুত অনেক জায়গায়ই কোনো লোকবল নিয়োগ না দিয়ে তিনি এসব বাবদ ব্যয় দেখিয়ে অর্থ আত্মসাৎ করছেন।

অধ্যক্ষ পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ না দিয়ে শিক্ষার্থীদের নিজেদের পরিষ্কার করতে নির্দেশ দিয়েছেন বলেও কেউ কেউ অভিযোগ করেছেন।

তবে অধ্যক্ষ সিরাজুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করেছেন। আন্দোলনের কারণ তিনি জানেন না বলেও দাবি করেছেন।