নওগাঁর রাণীনগরে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
Published : 15 Feb 2018, 04:25 PM
বুধবার গভীর রাতে উপজেলার পারইল ইউনিয়নের বিশিয়া গ্রামের নাপিতপাড়ায় এ ঘটনা ঘটে বলে রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান।
নিহত ফরিদা বেওয়া (৬৫) ওই গ্রামের নাপিতপাড়ার মৃত সিরাজুল ইসলামের স্ত্রী।
এ ঘটনায় তার ছেলে ও তার স্ত্রীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, রাতে ফরিদা নিজ ঘরে ঘুমিয়ে ছিল। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়।
ওসি সিদ্দিকুর বলেন, হত্যার আসল কারণ এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।