‘ভাই-ভাবির’ লাঠির আঘাতে যুবক নিহত, ভাবি গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বড় ভাই ও ভাবির বিরুদ্ধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ভাবিকে গ্রেপ্তার করেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2018, 11:01 AM
Updated : 15 Feb 2018, 11:01 AM

রাজাবাড়ি ইউনিয়নের মালীপাড়া গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

নিহত মমিন মোল্লা (৩৮) ওই গ্রামের মনর উদ্দিনের ছেলে।

ঘটনার পর থেকে মমিনের বড় ভাই মকবুল হোসেন (৪১) পলাতক রয়েছেন।

শ্রীপুর থানার এসআই আজহারুল ইসলাম জানান, দুপুরে মমিনের একটি ছাগল মকবুল হোসেনের লেবু গাছের পাতা খেয়ে ফেলে।

“এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মকবুল হোসেন ও তার স্ত্রী লাঠি দিয়ে মমিন মোল্লার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।”

এসআই আজহারুল জানান, তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

“ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে মমিন মারা যান।”

ঘটনার পর থেকে মকবুল হোসেন পলাতক রয়েছেন। মকবুলের স্ত্রী শিউলী আক্তারকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মাহমুদা ইয়াসমিন বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেছেন বলে জানান এসআই আজহারুল।