ঝালকাঠিতে ‘চোরকে’ পিটুনি

ঝালকাঠি সদরে চোর সন্দেহে এক ব্যক্তিকে গ্রামবাসীরা পিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2018, 08:13 AM
Updated : 15 Feb 2018, 09:00 AM

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল জানান, উপজেলার কিস্তাকাঠি গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

পিটুনির শিকার মেহেদী হাসান বাবুল ঝালকাঠির রাজাপুর উপজেলার মনহরপুর গ্রামের আফসার উদ্দিনের ছেলে।তাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তর কিস্তাকাঠি গ্রাম পুলিশ আব্দুর রাজ্জাক হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর তিনটার দিকে একদল চোর সিঁদ কেটে গ্রামের আব্দুল মান্নান হাওলাদার ও নান্না হাওলাদারের ঘরে ঢোকে। এ সময় সময় বাবুল ধরা পড়েন।বাকিরা পালিয়ে যায়।

খবর পেয়ে গ্রামবাসী গিয়ে তাকে ধরে পিটুনি দেয়। পরে থানায় খবর দেওয়া হয় বলে জানান তিনি।   

পরিদর্শক আবুল কালাম বলেন, গ্রাম পুলিশের কাছে খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবুলকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসকের পরামর্শে তাকে বরিশালে পাঠানো হয়।

ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।