সুনামগঞ্জে জলমহাল দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জের দিরাইয়ে জলমহাল দখল নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছে আরও চারজন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2018, 07:42 AM
Updated : 15 Feb 2018, 07:56 AM

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবউল্লাহ জানান।

নিহত ৬২ বছর বয়সী মজনু মিয়ার বাড়ি ওই গ্রামে।

আহতদের কুলঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদেন নাম-পরিচিয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার হাবিবউল্লাহ বলেন, উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টাংনির জলমহালের দখল নিয়ে কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে কুলঞ্জ গ্রামের ডনেল চৌধুরী বিরোধ চলছিল।

এর জেরে দুপুরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধলে ঘটনাস্থলেই মুজিবরের অনুসারী মজনু মিয়া নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।