নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ছাত্রলীগ

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2018, 03:33 PM
Updated : 13 Feb 2018, 03:33 PM

মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনায় একজন সহকারী প্রক্টরসহ অন্তত তিনজন সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাসুম হাওলাদার বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি অংশের সমর্থকরা ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে ছাত্রলীগ কর্মী অভি বসাককে মারধর করে। এ সময় তিনি মাথায় আঘাত পান।

“সংঘর্ষ থামাতে এসে দুইপক্ষের মারপিটে হল প্রভোস্ট সিদ্ধার্থ দে এবং আমি আহত হই। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আপেল মাহমুদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।”

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু বলেন, “খেলা নিয়ে অভি বসাক ও বহিরাগত ছেলেরা এনাম আহম্মেদ যুবকে মারধর করলে আমি পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করি। কিন্তু তারা আমার কথা না শুনে বহিরাগত ছেলেদের নিয়ে গন্ডগোল পাকিয়েছে।”