ভৈরবে আগুন লেগে পুড়ে গেছে ২৫ মাছের আড়ৎ

কিশোরগঞ্জের ভৈরবে আগুন লেগে অন্তত ২৫টি মাছের আড়ৎ পুড়ে গেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2018, 02:48 PM
Updated : 13 Feb 2018, 02:49 PM

মঙ্গলবার ভোরে শহরের পলতাকান্দা এলাকায় মেঘনা ফেরিঘাটে মৎস আড়তে এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে বলে ভৈরব ফায়ার সার্ভিসের ব্যবস্থাপক আজিজুল হক জানান।

আগুনে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছে।

ফায়াস সার্ভিস কর্মকর্তা আজিজুল বলেন, ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ভৈরবের দুইটি ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২৫টি দোকান সম্পূর্ণ এবং সাত থেকে আটটি দোকান আংশিক পুড়ে গেছে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আড়তের ব্যবসায়ী সমতির সভাপতি মুজিবুর রহমান বলেন, আগুনে মাছ, আসবাবপত্র এবং ক্যাশবাক্সে রক্ষিত নগদ টাকাসহ আনুমানিক পাঁচ থেকে সাত কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

তবে আর্থিক ক্ষতির পূর্ণ হিসাব এখনও নিরুপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।