রাজশাহীর ২ জেলেকে বিএসএফের পিটুনি

রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত দিয়ে ওপারে যাওয়া দুই বাংলাদেশি জেলেকে পিটিয়ে জখম করেছে বিএসএফ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2018, 07:55 AM
Updated : 13 Feb 2018, 07:58 AM

মঙ্গলবার রাজশাহী ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামীম মাসুদ আল ইফতেখায়ের এ কথা জানান।

আহতরা হলেন- গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের বিয়ানাবোনা গ্রামের মিজানুর রহমান মিজান ও নিশান আলী।

এদের মধ্যে মিজানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং নিশানকে গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অধিনায়ক শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার রাতে মিজান ও নিশান গোদাগাড়ীর খরচাকা সীমান্ত হয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান। রাত ২টার দিকে তারা ভুল করে পদ্মার ভারতীয় সীমানায় প্রবেশ করেন।

“এ সময় ভারতীয় জেলেদের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও মারামারি হয়। পরে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে পিটিয়ে জখম করে এবং মঙ্গলবার সকালে তাদের ছেড়ে দেয়। স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা তাদের হাসপাতালে নেয়।”

বিজিবি কর্মকর্তা আরও বলেন, তাদের চিকিৎসার খোঁজ-খবর নেওয়া হচ্ছে। বিএসএফের কাছে বার্তা পাঠিয়ে এর প্রতিবাদ জানানো হচ্ছে।