কুড়িগ্রামে রোগা গরু জবাই, ১০ কসাইকে জরিমানা

কুড়িগ্রাম সদর উপজেলায় রোগা গরু জবাই করে বিক্রির অভিযোগে ১০ কসাইকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2018, 01:42 PM
Updated : 12 Feb 2018, 01:42 PM

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিন আল পারভেজ জানান, সোমবার সকালে কাঁঠালবাড়ী বাজারে অভিযান চালিয়ে রোগাক্রান্ত গরু জবাই করে বিক্রির অভিযোগে ১০ জনকে আটক করা হয়। আর জব্দ করা হয় দেড় মণ মাংস।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয় জানিয়ে তিনি বলেন, দোষ স্বীকার করায় কসাই সাইদুল ও ওসমান আলীকে ১০ হাজার টাকা করে, বাবু ও মজনু মিয়াকে ২০ হাজার টাকা করে, রাজু, সাইদুল, মমিনুল, হোসেন, আবুল কাশেম ও উকিলকে ৫০০ টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

“আর জব্দ করা মাংস পুঁতে ফেলা হয়েছে। অভিযুক্তরা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”