বাড়িতে ঢুকে শিক্ষিকাকে মারধর, জাপা নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ নগরীতে বাড়িতে ঢুকে এক শিক্ষিকাকে মারধরের অভিযোগে জাতীয় পার্টির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2018, 01:12 PM
Updated : 12 Feb 2018, 04:06 PM

সোমবার দুপুরে নির্যাতনের শিকার ওই স্কুল শিক্ষিকার বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান।

গ্রেপ্তার আব্দুল মজিদ খন্দকার নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্যসচিব।

বাড়িতে গিয়ে পড়াতে রাজি না হওয়ায় রোববার রাত ১০টার দিকে আব্দুল মজিদ ও তার স্ত্রী বাড়িতে ঢুকে নগরীর হাজীগঞ্জ এলাকার প্যাসিফিক ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিকা শাহীনুর পারভীন শানুকে মারধর করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

আহত শানুকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শানু বলেন, নগরীর হাজাগঞ্জ এলাকায় নুরুল হুদার বাড়িতে ভাড়া থাকেন তারা। রোববার সন্ধ্যায়

জাপা নেতা আব্দুল মজিদের স্ত্রী রোকেয়া খন্দকার বাড়িতে এসে গিয়ে তার নাতিকে পড়ানোর প্রস্তাব দেন।

“কিন্তু আমি কিডনিজনিত রোগে অসুস্থ হওয়ার কারণে বাড়িতে গিয়ে তার নাতিকে পড়ানোর সম্ভব নয় বলে জানাই। এতে তিনি ক্ষুব্ধ হয়ে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান।”

রাত ১০টার দিকে স্বামী মজিদ খন্দকারকে নিয়ে বাড়িতে এসে দুজনে মিলে মারধর ও গলাচেপে ধরে বলে অভিযোগ করেন এ শিক্ষিকা।

ওসি কামাল বলেন, সোমবার দুপুরে ওই শিক্ষিকার বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে মজিদ খন্দকার ও তার স্ত্রী রোকেয়া খন্দকারের বিরুদ্ধে বাড়িতে প্রবেশ, শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে মামলা করেন। পরে আসামি আব্দুল মজিদ খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে।