রৌমারীতে ট্রলির ধাক্কায় সেনাসদস্য নিহত

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল-আরোহী এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2018, 01:06 PM
Updated : 12 Feb 2018, 01:44 PM

রৌমারী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, নিহত জাকির হোসেন (২২) যাদুরচর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের আব্দুল মমিনের ছেলে।

জাকিল দুই বছর আগে চাকরিতে যোগ দেওয়ার পর থেকে গাজিপুরের শিমুলতলিতে ৩৬ আর্টিলারি বিভাগে কর্মরত ছিলেন।

যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হোসেন সবুজ বলেন, সোমবার বেলা দেড়টার দিকে কর্তিমারি বাজার থেকে একটি মোটরসাইকেলে করে রাজিবপুর যাচ্ছিলেন জাকির হোসেনসহ চারজন।

“শিবেরডাঙ্গি এলাকায় মোটরসাইকেলটিকে পেছন থেকে এসে একটি ট্রলি ধাক্কা দেয়। এতে চারজনই আহত হন।  স্থানীয়রা তাদের রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন।”

অন্য তিনজনকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।