প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নবাবগঞ্জে ৬ পরীক্ষার্থী গ্রেপ্তার

চলমান এসএসসি পরীক্ষার গণিত প্রশ্ন ফাঁসের অভিযোগে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ছয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2018, 12:08 PM
Updated : 12 Feb 2018, 12:08 PM

সোমবার বিকালে নবাবগঞ্জ থানার এসআই মো. আরাফাত হোসেন জানান, উপজেলার বাহ্রা ও আলালপুর এলাকায় অভিযান চালিয়ে রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন, রাব্বি, রুহান, শামীম হাসান, শাকিব, তৌহিদুল ও আলামিন। এরা সবাই চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

এসআই আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসএসসি গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার সকাল ৯টার দিকে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে উপজেলার বক্সনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রনি মিয়া (২৮) ও বাহ্রা ওয়াছেক মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষক সোহেল রানাকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।

“এদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাতে ওই দুই এলাকায় অভিযান চালিয়ে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই ছয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।”

এ ব্যাপারে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেন জানান তিনি।