লৌহজংয়ে জাটকা ও কারেন্ট জালসহ আটক ৯ জেলেকে দণ্ড

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা ও তার শাখা নদীতে অভিযান চালিয়ে জাটকা ও কারেন্ট জালসহ আটকের পর নয় জেলেকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2018, 11:44 AM
Updated : 12 Feb 2018, 11:44 AM

সোমবার সকালে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরজিৎ কুমার ঘোষ জানান।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০০ টাকা করে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ সময় চার মণ জাটকা ও এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

এসআই শরজিৎ বলেন, সোমবার ভোর ৫টা থেকে ৭ টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে নয় জেলেকে আটক করা হয়। পরে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকতা মো. মনির হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করে ছেড়ে দেন।

জব্দ জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা বিতরণ এবং জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে বলে জানান তিনি।