টেকনাফে ‘ডাকাত আস্তানা’ থেকে অপহৃত যুবক উদ্ধার

কক্সবাজারের টেকনাফে চিহ্নিত ‘রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের’ আস্তানায় অভিযান চালিয়ে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2018, 02:11 PM
Updated : 11 Feb 2018, 02:11 PM

রোববার উপজেলা পরিষদের পশ্চিমের পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান।

উদ্ধার জালাল আহমদ (২২) টেকনাফ পৌর এলাকার পুরাতন পল্লান পাড়ার জহির আহমদের ছেলে।

এ সময় সেখান থেকে দেশে তৈরি দুইটি এলজি বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এএসপি টুটুল বলেন, বৃহস্পতিবার জালালকে অপহরণ করে নিয়ে চিহ্নিত রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের সশস্ত্র একটি দল। রোববার দুপুরে পুলিশের কাছে খবর আসে হাকিম টেকনাফ উপজেলা পরিষদের পশ্চিমের পাহাড়ি এলাকার আস্তানায় অবস্থান করছের।

“পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাত আব্দুল হাকিমসহ অন্যরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লালি চালিয়ে জালালকে উদ্ধার করা হয়।”

জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।