সাতক্ষীরায় সীমান্ত থেকে হীরার গহনা উদ্ধার

সাতক্ষীরার লক্ষ্মীদাড়ি সীমান্ত থেকে বিপুল পরিমাণ হীরার গহনা উদ্ধার করেছে বিজিবি।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2018, 05:39 AM
Updated : 11 Feb 2018, 05:41 AM

সাতক্ষীরা ৩৮ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, রোববার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, গত ৫ ফেব্রুয়ারি বিজিবি সদস্যরা লক্ষ্মীদাড়ি সীমান্তের ৩ নম্বর মেইন পিলারের সাব পিলার ২/৩ এর বাংলাদেশি সীমান্ত থেকে ৯৭টি হীরার আংটি, ২০টি লকেট ও ৫০ টি নাকফুল উদ্ধার করে।

“গহনাগুলো হীরার কি না তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য খুলনায় পাঠানো হয়। পরীক্ষার পর নিশ্চিত হয় সেগুলো হীরার গহনা। গহনাগুলোর আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা।”

ওই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে কমান্ডিং অফিসার জানান।