নীলফামারীতে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2018, 02:12 PM
Updated : 10 Feb 2018, 02:12 PM

সৈয়দপুর থানার পরিদর্শক মো. শাহজাহান পাশা জানান, নিহত মালেকা বেগম (৪০) উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রামের ট্রাকচালক জাহিদুল ইসলামের (৪৫) স্ত্রী।

প্রাথমিক তদন্তের বরাতে পরিদর্শক বলেন, গত ৫ ফেব্রুয়ারি রাতে অগ্নিদগ্ধ হওয়ার পর শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থয় দিনাজপুরের পার্বতীপুর ল্যাম্ব হাসাপালে মারা যান মালেকা।

শনিবার লাশ দাফনের চেষ্টা করলে তার স্বজনরা পুলিশে খবর দেয়।

পুলিশ গিয়ে লাশ উদ্ধারসহ জাহিদুলকে আটক করে বলে জানান পরিদর্শক শাহজাহান।

নিহত মালেকার মামাত ভাই মিজানুর রহমান বলেন, “আমার ও মালেকার স্বামীর বাড়ি পাশাপাশি। ওই রাতে মালেকার চিৎকারে আমি ছুটে যাই তার বাড়িতে। এ সময় দেখি মালেকা অগ্নিদগ্ধ হয়ে কাতরাচ্ছে আর তার স্বামী জাহিদুল ঘরে বসে আছেন।

“এলাকাবাসীর সহযোগিতায় মালেকাকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর উপজেলা হাসপাতালে, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। কিন্তু জাহিদুল তাকে জোর করে বাড়ি নিয়ে আসেন। পরে অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে ল্যাম্ব হাসপাতালে নিয়ে যান জাহিদুল।”

মালেকাকে ‘পরিকল্পিতভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে’ বলে অভিযোগ করেছেন তার নিজের ছেলে আব্দুল মালেকও (২০)।

পরিদর্শক শাহজাহান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।