এসএসসি পরীক্ষা: কেন্দ্রের সামনে থেকে ২ শিক্ষার্থী আটক

পরীক্ষা কেন্দ্রের সামনে মোবাইল ফোনে ‘এসএসসি পরীক্ষার প্রশ্ন’ দেখানোর সময় রাজশাহী ও যশোরে দুই কলেজশিক্ষার্থীকে ধরে পুলিশে দিয়েছেন অভিভাবকরা।

যশোর প্রতিনিধিরাজশাহী ওবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2018, 05:31 AM
Updated : 10 Feb 2018, 08:30 AM

শনিবার রাজশাহী বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ ও যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এ কথা জানান।

এবারের এসএসসিতে শনিবার সারাদেশে অভিন্ন প্রশ্নে গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আটক রাবেয়া ইসলাম রিয়া রাজশাহী নগরীর শাহ মখদুম এলাকার আমিনুল ইসলামের মেয়ে। রাজশাহী সিটি কলেজে স্নাতক (গণিত) প্রথম বর্ষের ছাত্রী। 

মনিরুজ্জামান যশোর সরকারি এমএম কলেজের মাস্টার্সের ছাত্র ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোট ধোপাদী গ্রামের সানাউল্লাহর ছেলে।

ওসি আমান বলেন, “সকালে পরীক্ষা শুরুর আগে শহরের পিএন বালিকা বিদ্যালয়ের সামনে ওই ছাত্রী পরীক্ষার্থী ও অভিভাবকদের এসএসসি পরীক্ষার প্রশ্ন দেখাছিলেন তার মোবাইল ফোনে। এ সময় কয়েকজন অভিভাবক তাকে ধরে পুলিশে দেয়।”

তিনি আরও বলেন, আটক কলেজছাত্রীকে জিজ্ঞাসাবাদ চলছে, পরে বিস্তারিত জানানো হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, “সকাল পৌনে দশটার দিকে এ যুবক জিলা স্কুল পরীক্ষা কেন্দ্রের সামনে তার মোবাইল ফোনে অভিভাবকদের গণিত বিষয়ের প্রশ্ন দেখাচ্ছিল। এসময় অভিভাবকরা তাকে আটক করে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত পুলিশের কাছে সোপর্দ করে।

“আজ ‘খ’ সেটে পরীক্ষা হলেও কলেজছাত্র মনিরুজ্জামানের কাছে ‘ক’ সেটের প্রশ্ন ছিল।”