হবিগঞ্জে মামলায় বিএনপির ৭৭৩ নেতাকর্মী

খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে হবিগঞ্জের বিভিন্ন থানায় হামলা ও ভাংচুরের ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৭৭৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2018, 10:13 AM
Updated : 9 Feb 2018, 10:13 AM

এছাড়া বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে ১২ নেতাকর্মীকে আটক করা হয়।  

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নাজিম উদ্দিন জানান, ভাংচুরের ঘটনায় জেলার চার থানায় ৭৭৩ জনকে আসামি করে পাঁটি মামলা করেছে পুলিশ। এর মধ্যে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে ১৮৪ জনকে।

নাজিম উদ্দিন বলেন, পুলিশের কাজে বাধা দেওয়া ও ভাংচুরের ঘটনায় সদর থানায় দুটি মামলা করা হয়েছে।

“একটিতে ৪৫ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। অপরটিতে ৪৯ জনের নাম উল্লেখ করে এবং ১৪৯ জনকে অজ্ঞাত আসামি করা হয়।”  

বানিয়াচং থানায় ৩০ জনের নাম উল্লেখসহ ২৫০ জনকে অজ্ঞাত পরিচয় আসামি দেখিয়ে মামলা করা হয় বলে তিনি জানান।

“লাখাই থানায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং ৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়।”

শায়েস্তাগঞ্জ থানার মামলায় ৪৪ জনের নাম উল্লেখ করা হয় বলে তিনি জানান।

নাজিম উদ্দিন আরও জানান, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করা হয়েছে।