দিনাজপুরে চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্য আহত

দিনাজপুরের বিরামপুরে ভারতীয় সীমান্ত এলাকায় চোরাকারবারিদের হামলায় এক বিজিবি সদস্য আহত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2018, 02:45 PM
Updated : 8 Feb 2018, 02:48 PM

প্রায় অর্ধশত চোরাকারবারির সংঘবদ্ধ এ হামলায় এক বিএসএফ সদস্যর মৃত্যু হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

বিজিবির দাউদপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ৫০ জনের একদল চোরাকারবারি ফেনসিডিল নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে ৯১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

“পরে চোরাকারবারিরা একজোট হয়ে বিজিবির ওপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় বিজিবির সিপাই নবাব আলী (২৫) আহত হলে বিজিবি তিন রাউন্ড গুলি করে।”

একই ঘটনায় ভারতের বিএসএফ সদস্যরাও সম্পৃক্ত হয় জানিয়ে তিনি বলেন, “এ ঘটনায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঘটনাস্থলে বিজিবি ও বিএসএফের সৌজন্য সাক্ষাৎ হয়।

“সাক্ষাতে ভারতের ১৯৯ ব্যাটালিয়নের ক্যাম্প কমান্ডাররা দাবি করেছেন, এ ঘটনায় ভারতের এক নাগরিকের মৃত্যু ও একজন আহত হয়েছেন।”

তবে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক বলেন, বিজিবির সদস্য আহতের বিষয়টি নিশ্চিত হলেও ভারতীয় নাগরিক হতাহতের বিষয়ে কিছু জানা নেই তাদের।