খালেদার রায়ের পর নেত্রকোণায় গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ

দুর্নীতির মামলায় খালেদা জিয়ার সাজার রায় ঘোষণার পর নেত্রকোণায় সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিএনপি নেতাকর্মীরা।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2018, 12:08 PM
Updated : 8 Feb 2018, 12:27 PM

বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টার দিকে নেত্রকোণা-ময়নসিংহ সড়কের পারলা এলাকায় ও কেন্দুয়া-চিরাং সড়কে কাশিপুর মোড়ে এ ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল ইসলাম জানান।

এ সময় বিএনপি কর্মীদের হামলায় এক যুবক আহত হয়েছেন।

আহত মনি মিয়া (৪২) পারলা এলাকার মজিবুর রহমানের ছেলে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এছাড়া মোহনগঞ্জে পুলিশের ওপর হামলার পর ছাত্রদলের চার কর্মীকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, রায়ের পর পারলা এলাকায় হামলা চালিয়ে একটি প্রাইভেট কার ভাংচুর ও একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় আহত হয় মনি।

এছাড়া কেন্দুয়ায় কাশিপুর মোড়ে বিএনপি কর্মী জড়ো হয়ে সড়ক অবরোধসহ নাশকতার চেষ্টা চালালে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানান তিনি।

মোহনগঞ্জ উপজেলা সদরে টহল পুলিশের ওপর হামলা চালায় ছাত্রদলের নেতা-কর্মীরা।

এ সময় হামলাকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ চারজনকে আটক করে।