শেরপুরে ট্রাকে আগুন: ২ বিএনপি সমর্থক আটক

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ট্রাক পোড়ানোর ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে, যাদের বিএনপি সমর্থক বলছে পুলিশ।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2018, 10:18 AM
Updated : 8 Feb 2018, 10:18 AM

বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয় বলে শ্রীবরদী থানার ওসি রেজাউল হক জানান।

আটক হামিদ আলী (৫০) ও রাসেল মিয়ার (৩০) বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় ঘিরে সারা দেশে উদ্বেগ-উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার ঝগড়ারচর বাজারে একটি পাথর বোঝাই ট্রাক আগুনে আংশিক পুড়ে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ওসি রেজাউল বলেন, “ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে দুই বিএনপি সমর্থককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

তবে মামলায় কাদের আসামি করা হবে সে বিষয়ে তিনি কিছু জানাননি।

ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটির চালক আবু তাহেরকে জিজ্ঞাসাবাদ করেছে।

ট্রাক চালক আবু তাহের বলেন, বুধবার বিকাল ৪টার দিকে কুড়িগ্রামের রৌমারী থেকে পাথর ভরতি ট্রাক নিয়ে টাঙ্গাইলে যাচ্ছিলেন তিনি। পথে যান্ত্রিক গোলোযোগ দেখা দিলে রাতে ঝগড়ার চর বাজারে রাস্তার পাশে ট্রাকটি দাঁড় করিয়ে রাখেন। এক পর্যায়ে তিনি ও তার সহকারী ট্রাকে ঘুমিয়ে পড়েন।

ভোরের দিকে ট্রাকের পেছনের চাকার হাওয়া বের হওয়ার শব্দে ঘুম ভেঙ্গে যায়। এ সময় ট্রাকের পেছনে আগুন জ্বলতে দেখে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

“আগুনে ট্রাকের চাকা ও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।”

তাহের বলেন, পেট্রোল ঢেলে ট্রাকে আগুন দেওয়া হয়েছে। তবে কারা দিয়েছে তা তিনি দেখেননি। এ বিষয়ে থানায় কোনো অভিযোগও করেননি।