চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত থেকে ১৮ হাতবোমা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সীমান্ত এলাকা থেকে ১৮টি হাতবোমা উদ্ধার করেছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2018, 10:10 AM
Updated : 8 Feb 2018, 10:10 AM

বৃহস্পতিবার উপজেলার লক্ষ্মীর চর থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয় বলে চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আবুল এহসান জানান।

তিনি জানান, উপজেলার সওড়াপাড়া পদ্মার চর সীমান্ত পিলার ১০/২-এস থেকে বাংলাদেশ অভ্যন্তর দিয়ে দুইজন পদ্মা নদী পার হওয়ার সময় বিজিবি তাদের ধাওয়া করে। এসময় তারা হাতবোমা ফাটিয়ে একটি বালতি নিয়ে পদ্মায় ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়।

“পরে বিজিবি স্পিড বোট করে লক্ষ্মীর চরে গিয়ে একটি বালতি উদ্ধার করে। এসময় বালতির ভেতর ১৮টি হাতবোমা পাওয়া যায়।”

সওড়াপাড়া পদ্মার চরে বালির মধ্যে পুঁতে রাখা হাতবোমা ভর্তি আরও একটি বালতি বিজিবি শনাক্ত করেছে বলে জানান তিনি।