শেরপুরে ট্রাকে আগুন দেওয়ার অভিযোগ

শেরপুরের শ্রীবরদী উপজেলায় একটি পাথর বোঝাই ট্রাক পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2018, 04:44 AM
Updated : 8 Feb 2018, 05:47 AM

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার ঝগড়ারচর বাজারে এ ঘটনা ঘটে বলে শ্রীবরদী থানার ওসি রেজাউল হক জানান। 

রেজাউল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করেছে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও আগুনে ট্রাকের আংশিক পুড়ে গেছে।

তবে কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।

ট্রাক চালক আবু তাহের বলেন, বুধবার বিকাল ৪টার দিকে কুড়িগ্রামের রৌমারী থেকে পাথর ভরতি ট্রাক নিয়ে টাঙ্গাইলে যাচ্ছিলেন তিনি। পথে যান্ত্রিক গোলোযোগ দেখা দিলে রাতে ঝগড়ার চর বাজারে রাস্তার পাশে ট্রাকটি দাঁড় করিয়ে রাখেন। এক পর্যায়ে তিনি ও তার সহকারী ট্রাকে ঘুমিয়ে পড়েন।

ভোরের দিকে ট্রাকের পেছনের চাকার হাওয়া বের হওয়ার শব্দে ঘুম ভেঙ্গে যায়। এ সময় ট্রাকের পেছনে আগুন জ্বলতে দেখে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

“আগুনে ট্রাকের চাকা ও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।”

তাহের বলেন, পেট্রোল ঢেলে ট্রাকে আগুন দেওয়া হয়েছে। তবে কারা দিয়েছে- তা তিনি দেখেননি। এ বিষয়ে থানায় কোনো অভিযোগও করেননি।

বৃহস্পতিবার খালেদা জিয়ার রায়কে ঘিরে চাপা আতঙ্কের মধ্যে এ ঘটনা ঘটল। 

যেকোন বিশৃংঙ্খল পরিস্থিতি মোকাবেলায় সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সকর্ত অবস্থানে রয়েছে বলে ওসি রোজাউল জানান।