তাড়াশ প্রেসক্লাব থেকে ৪ সাংবাদিক বহিষ্কার

জমির বিরোধের জেরে এক কৃষককে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রেসক্লাবে ডেকে মারধর করার অভিযোগে চার সাংবাদিককে বহিষ্কার করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2018, 12:31 PM
Updated : 6 Feb 2018, 12:31 PM

বহিষ্কৃ সাংবাদিকরা হলেন - প্রেসক্লাবের আহ্বায়ক গোলাম রাব্বানী সূর্য, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য মহসিন আলী ও সদস্য সুলতান মাহমুদ।

ওই প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক লিটন আহমেদ জানান, মঙ্গলবার সকালে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সোমবার বেলা ১২টার দিকে জমির বিরোধের জেরে তাড়াশ উপজেলা সদরের মথুরাপুর গ্রামের ৫৫ বছর বয়সী কৃষক মোকছেদ আলীকে প্রেসক্লাবে ডেকে এনে মারধর করা হয়। এ ঘটনায় রাতেই তিনি বাদী হয়ে ওই চার সাংবাদিকসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

সাংবাদিক নেতা লিটন বলেন, সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগ ওঠায় এ ঘটনায় জরুরি বৈঠক ডাকা হয়। সর্বসম্মতিতে ওই চারজনকে বহিষ্কারের পাশাপাশি সাংবাদিক সনাতন দাসকে প্রেসক্লাবের সভাপতি ও সাহেদ খান জয়কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।  

এম আতিকুল ইসলাম বুলবুল, শফিউল হক বাবলু, মেহেরুল ইসলাম বাদল, সাব্বির হোসেন, হাফিজুর রহমান, গোলাম মোস্তফা, সাহেদ খান জয়, এম সানোয়ার হোসেন সাজু, আশরাফুল ইসলাম রনি, আবু হাসিম খোকন, শামিউল হক শামীম বৈঠকে ছিলেন।