সুন্দরবনে হরিণের মাংস ও মাথা উদ্ধার

সুন্দরবনে অভিযান চালিয়ে ২৫ কেজি হরিণের মাংস ও একটি মাথা উদ্ধার করেছে কোস্টগার্ড।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2018, 07:47 AM
Updated : 6 Feb 2018, 07:47 AM

খুলনার দাকোপ উপজেলার ছোট কুমড়োকাঠি এলাকা সংলগ্ন সুন্দরবনে সোমবার রাতে অভিযান চালিয়ে হরিণের মাংস ও মাথা উদ্ধার করা হয় বলে মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান।

তবে তারা এসময় কোনো চোরা শিকারিকে আটক করতে পারেননি।

জব্দ হরিণের মাংস ও মাথা সুন্দরবন পশ্চিম বিভাগের শিপসা ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এরআগে গত ২ ফেব্রুয়ারি কোস্টগার্ড সুন্দরবনের কালাবগি ও সাতবাড়িয়া খাল এলাকায় অভিযান চালিয়ে দুটি হরিণের চামড়া ও একটি মাথা উদ্ধার করে।

কোস্টগার্ড কর্মকর্তা মাহমুদ বলেন, চোরা শিকারীরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে তার মাংস বিক্রির জন্য লোকালয়ে নিয়ে এসেছে এমন গোপন খবরে কোস্টগার্ড সদস্যরা অভিযান যায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা সটকে পড়লে সেখানে ফেলে যাওয়া ২৫ কেজি হরিণের মাংস ও একটি মাথা উদ্ধার করা হয়।

“সোমবার দিনের কোনো এক সময়ে তারা সুন্দরবন থেকে হরিণ শিকার করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের শনাক্তের চেষ্টা চলছে।”