গাজীপুরে অপহৃত ৩ জন সিরাজগঞ্জে উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত তিন যুবককে সিরাজগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2018, 06:01 PM
Updated : 5 Feb 2018, 06:01 PM

সিরাজগঞ্জের হাটিকুমড়ুল হাইওয়ে থানার এসআই তাপস কুমার সরকার জানান, সিআরপিসি সংলগ্ন মামা-ভাগ্নে হোটেলের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশ থেকে সোমবার সন্ধ্যায় তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

তারা হলেন - নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব সাতনাই ইউনিয়ন পরিষদের সুলতোর মোড় এলাকার নূর ইসলামের দুই ছেলে আব্দুল হামিদ (৩৩), আব্দুল হাকিম (২২) ও একই এলাকার আজিজুল ইসলামের ছেলে রুবেল (২০)।

পূর্ব সাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারমান আব্দুল লতিফ খান অপহৃতদের স্বজনদের বরাতে বলেন, প্রায় আড়াই সপ্তাহ আগে তারা গাজীপুরের কালিয়াকৈরে কাজ করতে যান। দিনমজুরির কাজ শেষে সোমবার সকালে নীলফামারীর বাড়ির উদ্দেশে রওনা হন।

“পরে তাদের অপহরণ করা হয়েছে জানিয়ে পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা।”

এসআই তাপস বলেন, “তাদের উদ্ধার করে স্থানীয় সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা করেছে।

“ধারণা করা হচ্ছে তিনজনকে মারধর করে চেতনানাশক খাইয়ে তাদের সর্বস্ব লুটে নিয়ে সেখানে ফেলে রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।”